বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

বড়লেখা পৌরসভা নির্বাচন : ইভিএম ভোটগ্রহনে ধীরগতি ভোটারদের দুর্ভোগ

  • সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

এইবেলা, বড়লেখা ::

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ। নারী ভোটারের উপস্থিতি লক্ষনীয় হলেও ভোট গ্রহণের অস্বাভাবিক ধীরগতির কারণে তারা মারাত্মক দুর্ভোগ পোয়াচ্ছেন। কেউ কেউ ৩/৪ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারছেন। বেলা ২ টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ২০ থেকে ৩৫ ভাগ ভোটগ্রহণ সম্পন্ন হতে দেখা গেছে।

সরেজমিনে জানা গেছে, বড়লেখা সরকারী কলেজ ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ১৯২০ জন। দুপুর দেড়টায় এ কেন্দ্রে ৬২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানালেন প্রিসাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। ভোট কেন্দ্র প্রাঙ্গণের ভোটারের দীর্ঘ লাইন। কিন্ত ভোটগ্রহণের ধীর গতিতে ভোটাররা দুর্ভোগ পোয়াচ্ছেন। একই চিত্র লক্ষ্য করা গেছে, বড়লেখা মডেল স্কুল, নারীশিক্ষা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মোহা¥দীয়া আলিয়া ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে।

নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারি রির্টার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান জানান, বড়লেখা পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি বুথে ভোটগ্রহণ চলছে। ইভিএম পদ্ধতি ভোটারদের নিকট পরিচিত না হওয়ায় কিছু বুথে ধীর গতিতে ভোটগ্রহণ চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১০টি ভোট কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়াও মাঠে রয়েছে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনধরণের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews