বড়লেখায় ৬৪ জনের করোনার টিকা গ্রহণ : প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান বড়লেখায় ৬৪ জনের করোনার টিকা গ্রহণ : প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

বড়লেখায় ৬৪ জনের করোনার টিকা গ্রহণ : প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় রোববার করোনা ভাইরাসের সংক্রমণ রোধের প্রথম টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১০ জনের শরীরে টিকা প্রয়োগের মধ্য দিয়ে বড়লেখায় কোভিড-১৯ টিকা দেয়া কার্যক্রমের শুরু হয়। উপজেলা চেয়ারম্যান স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর বুথে নিজেই টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ২ নম্বর বুথে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রতœদীপ বিশ্বাস। প্রথম ধাপে আরো ৮জন টিকা নেন। তারা হলেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমপিএইচ) ডা. আব্দুল মুকিত, ডা. কামরুল হাসান রাহাত, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নার্সিং সুপারভাইজার নিভা রানী শিকদার, সাংবাদিক লিটন শরীফ, নার্সিং কর্মকর্তা খাদিজা আক্তার, স্বাস্থ্য সহকারী রাজেশ দেব নাথ ও সমাজসেবক আতাউল আম্বিয়া চৌধুরী।

এদিকে দুপুর দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন ইউএনও মো. শামীম আল ইমরান, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় প্রথম দিন ৩টি বুথে সর্বমোট ৬৪ জন টিকা নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews