কুড়িগ্রামে হত‌্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে হত‌্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

কুড়িগ্রামে হত‌্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মোঃবু্লবুল ইসলাম,কু‌ড়িগ্রাম সদর :: দাওয়াত খাওয়ানোর কথা ব‌লে ডে‌কে নি‌য়ে ছা‌নোয়ার হো‌সেন লিচু (২৩) না‌মে এক টেক‌নি‌শিয়ান‌কে হত‌্যার দা‌য়ে দুলাল হো‌সেন না‌মে (৩২) এক যুবক‌কে যাবজ্জীবন কারাদ‌ণ্ডের আ‌দেশ দি‌য়ে‌ছেন আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়া‌রি) দুপু‌রে কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসা‌মির উপ‌স্থি‌তি‌তে এ আ‌দেশ দেন। পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দণ্ডপ্রাপ্ত দুলাল হো‌সেন জেলার রৌমারী উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের কোমরভাঙ্গী (পা‌খিউড়া) গ্রা‌মের ফরজ আলীর ছে‌লে। নিহত ছা‌নোয়ার হো‌সেন লিচু একই গ্রা‌মের দে‌লোয়ার হোসেনের ছেলে।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত ছা‌নোয়ার রৌমারী উপ‌জেলার সা‌য়েদাবাদ বাজা‌রে মোবাইল সা‌র্ভিসিং ও ক‌ম্পিউটার ক‌ম্পো‌জের ব‌্যবসা কর‌তেন। দুলাল হো‌সে‌নের ভাই সাইফুল ইসলামও ওই বাজা‌রে একই ব‌্যবসা কর‌তেন। ছা‌নোয়ার নিহত হওয়ার ৩-৪ মাস আগে সাইফুল ইসলা‌মের ওপর রা‌তের অন্ধকা‌রে হামলার ঘটনা ঘটে। এ জন্য সাইফু‌লের প‌রিবার ছা‌নোয়ার‌কে স‌ন্দেহ ক‌রে। এরই জের ধ‌রে ২০১০ সা‌লের ২১ ফেব্রুয়া‌রি রা‌তে দাওয়াত খাওয়া‌নোর কথা ব‌লে দুলাল হো‌সেন ছা‌নোয়ার‌কে নি‌য়ে পাশের রাজীবপুর উপ‌জেলার বদরপুর গ্রা‌মের এক‌টি মা‌ঠে নি‌য়ে ছুরিকাঘাত ক‌রে এবং তার দুই হা‌তের ক‌বজি ভেঙে দেয়। ছা‌নোয়া‌রের চিৎকা‌রে স্থানীয়রা এ‌গি‌য়ে এসে তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে রাজীবপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়। প‌রে সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

এ ঘটনায় প‌রের দিন নিহ‌তের বাবা দো‌লোয়ার হো‌সেন বাদী হ‌য়ে রাজীবপুর থানায় দুলাল হো‌সেন, তার ভাই সাইফুল ও বাবা ফরজ আলীসহ অজ্ঞাত ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন। দীর্ঘ প্রায় ১১ বছর মামলার বিচারকাজ শে‌ষে মঙ্গলবার আসা‌মি‌দের উপ‌স্থি‌তি‌তে আদালত অভিযুক্ত দুলাল হো‌সেন‌কে দোষী সাব‌্যস্ত ক‌রে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ক‌রেন। মামলার অপর আসা‌মি‌দের অপরাধ প্রমা‌ণিত না হওয়ায় আদালত তা‌দের বেকুসুল খালাস দেন।

মামলায় রাষ্ট্রপ‌ক্ষে ছি‌লেন পি‌পি আব্রাহাম লিংকন এবং আসা‌মিপ‌ক্ষে আইনজীবী ছি‌লেন এনামুল হক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews