জুড়ীতে কবি এম রাজু আহমেদ’র কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”বাংলাদেশ ও ভারতে মোড়ক উন্মোচন জুড়ীতে কবি এম রাজু আহমেদ’র কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”বাংলাদেশ ও ভারতে মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকায় বরকত বাড়ানোর ‘ফু’র নামে প্রবাসীর স্ত্রীর সাথে প্রতারণা কুলাউড়ায় লেপ্রসি মিশনের উদ্যোগে আর্থিক সহায়তা কুলাউড়ায় পঁচা মিষ্টি খেয়ে ডায়রিয়া, মধুবনকে লাখ টাকা জরিমানা! বড়লেখা নির্বাচন অফিসে সেবা প্রত্যাশীরা হয়রানি ও অসদাচরণের শিকার সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্মরণ সভা ও দোয়া বড়লেখায় তরুণ উদ্যোক্তাকে মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে : এলাকাবাসির মানববন্ধন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপরজনের মৃত্যু কুলাউড়ায় স্পন্দন ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন জাতীয় শিক্ষা সপ্তাহ-বড়লেখায় বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

জুড়ীতে কবি এম রাজু আহমেদ’র কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”বাংলাদেশ ও ভারতে মোড়ক উন্মোচন

  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

জুড়ী প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন হয়েছে।
আজ রোববার ২১শে ফেব্রুয়ারি বেলা ২টায় বাংলাদেশের মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাব ও ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে একই সময়ে কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলা প্রেসক্লাবে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের উপস্থাপনায় ও সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুল কায়ছার, জাতীয় কবি ফোরামের নির্বাহী পরিচালক কবি মোহাম্মদ আজাদুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী শাখার সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সোনালী ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, ডাঃ আব্দুল হান্নান, ইউপি সদস্য আব্দুল খালিক, ফুলতলা ইউপি প্যানেল চেয়ারম্যান সাংবাদিক মাহবুব আলম রওশন। উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য আশরাফ আহমদ, শাহ আলম, আল আমিন আহমদ, মো. বেলাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সালমান হোসেন, সমাজ সেবক আব্দুল হক প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন করেন।

এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি কৈলাসহর শহরে অবস্থিত কৈলাসহর প্রেসক্লাবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভারতীয় সময় দুপুর দেড়টায় কবি এম রাজু আহমেদ’রচিত ৩য় কাব্যগ্রন্থ “ইনসাফ নিশান”র মোড়ক উন্মোচন হয়। এসময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৈলাসহর প্রেসক্লাবের সম্পাদক ধূর্জটি প্রসাদ দেব, সাবেক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য, সাবেক সম্পাদক প্রলয়েন্দু চৌধুরী, কৈলাসহর প্রেসক্লাবের সদস্য দেবাশীষ দত্ত। দু’টি দেশের দুই প্রেসক্লাবে এ অনুষ্ঠান চলাকালিন সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৈলাসহর প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রলয়েন্দু চৌধুরী জুড়ী উপজেলা প্রেসক্লাব সদস্য ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা প্রদান করে বলেন, প্রিয় বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ ও আমাদের এ ভাষার বন্ধনকে অটুট রাখতে হলে দ্ইু বাংলার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লেখনির মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে। আজ যেমনটি কবি এম রাজু আহমেদ’র বাংলা ভাষায় রচিত কাব্যগ্রন্থ বইটি ভারত বর্ষে মোড়ক উন্মোচন হয়েছে, তেমনটি বিশ্বের সব দেশে বাংলা ভাষাকে উপস্থাপন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews