বড়লেখায় ২৩ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান বড়লেখায় ২৩ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে  স্পেনের বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার সম্পন্ন বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ কুলাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন জুড়ী ট্র্যাজেডি : সোনিয়ার মৃত্যুতে বেঁচে রইলো না আর কেউ কুলাউড়ায় এনার ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিক্সা আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি

বড়লেখায় ২৩ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান

  • রবিবার, ২৮ মার্চ, ২০২১

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ১৩ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে। রোববার দুপুরে কাঠালতলী উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আব্দুল জলিল, সৈয়দ বেলায়েত হোসেন, আব্দুল করিম, মঈন উদ্দিন, মোহাম্মদ নজির আলী, মুফজ্জিল আলী, সিকন্দর আলী, শরফ উদ্দিন। মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- সাইফুর রাজা দুলু, জমির উদ্দিন, জহির উদ্দিন, আব্দুল নূর, আব্দুল মুতলিব, আবুল হোসেন, ছমির উদ্দিন, কমর উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল রউফ, আব্দুল মতিন, রফিজ আলী ও রতন সিং ভৌমিক।

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, সংগঠনের উপদেষ্টা প্রবাসী আতিকুর রহমান আতিক ও সৈয়দ মাসুদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews