কুলাউড়ার সামাজিক বনায়নের ১০ হেক্টর বনভূমির গাছ উপড়ে ফেলার অভিযোগ কুলাউড়ার সামাজিক বনায়নের ১০ হেক্টর বনভূমির গাছ উপড়ে ফেলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে  স্পেনের বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার সম্পন্ন বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ কুলাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন জুড়ী ট্র্যাজেডি : সোনিয়ার মৃত্যুতে বেঁচে রইলো না আর কেউ কুলাউড়ায় এনার ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিক্সা আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি

কুলাউড়ার সামাজিক বনায়নের ১০ হেক্টর বনভূমির গাছ উপড়ে ফেলার অভিযোগ

  • মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বিটের আওতায় ২০২০-২১ সালে সৃজিত ২৫ হাজার গাছ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বনবিভাগের পক্ষ থেকে মঙ্গলবার ১০ আগস্ট কুলাউড়া থানায় ৭ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮০-৯০জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও সামাজিক বনায়নের উপকারভোগীরা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে ডলুছড়া পানপুঞ্জির হেডম্যান লবিং সুমেরের নেতৃত্বে প্রায় শ খানেক খাসিয়ার সশস্ত্র অবস্থায় মুরইছড়া বিটের হোসনাবাদ মৌজায় সামাজিক বনায়নে তান্ডবলীলা চালায়। সামাজিক বনায়নের নৈশপ্রহরী এসময় বাঁধা প্রদান উপেক্ষা করে খাসিয়ারা ১০ হেক্টর বনভূমিতে সৃজিত বাগানের ২৫ হাজার চারা উপড়ে ফেলে দেয়। এতে বনায়নের ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। গাছ উপগে ফেলার পর খাসিয়া সামাজিক বনায়নের ভূমিতে তাবু টানিয়ে তাতে তাদের দখল ঘোষণা করে।

সামাজিক বনায়নের উপকারভোগীর সভাপতি হারিছ আলী জানান, গাছ উপড়ে ফেলার খবর পেয়ে সামাজিক বনায়নের উপকারভোগীরা ও বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে খাসিয়াদের গুলতি, তীরধনুক ও লাঠিসোটার প্রতিরোধের মুখে ফিরে আসতে বাধ্য হন।

তিনি আরও জানান, এর আগে গত ২৩ জুন দুপুরে একই কায়দায় ৩ হেক্টর জায়গার সামাজিক বনায়নের সাত হাজার সৃজিত বাগানের গাছ উপড়ে ফেলে। এতে বনায়নের আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়।

মুরইছড়া বিটের বিট কর্মকর্তা অর্জুণ কান্তি দস্তিদার জানান, সামাজিক বনায়নে সৃজিত ছোট চারাগুলো ৫ থেকে ৬ ফুট উচু হয়েছিলো। গত এপ্রিল ও মে মাসে রোপিত চারাগুলো ৪৫ জন উপকারভোগী অনেক যত্ন করেছে। কিন্তু ১০ আগস্ট ও ২৩ জুন দু’দফায় খাসিয়ারা সামজিক বনায়নের সিংহভাগ বাগান ধ্বংস করে ফেলেছে। তাৎক্ষণিকভাবে পৃথক ঘটনায় কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া প্রশাসন ও বনবিভাগের উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বনবিভাগের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তক্রমে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews