কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ বড়লেখায় ঝড়ে উড়ে গেছে পৌরভবনের চাল-ব্যাপক ক্ষয়ক্ষতি, অধিকাংশ এলাকা বিদ্যুতহীন বড়লেখায় ব্যবসায়ির ভূমির গাছ চুরি-চার আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা রাজনগরের ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস সাময়িক বরখাস্ত কুলাউড়ায় ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় কুলাউড়া শাহ্জালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আত্রাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কুলাউড়ায় ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন মৌলভীবাজারে আগর-আতর শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার-উৎপাদন ও রপ্তানির জটিলতা নিরসনের দাবি

কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত

  • শনিবার, ১৪ আগস্ট, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় এক ছাত্রলীগ নেতা গুরুতর আত হয়েছেন। ব্যক্তিগত বিরোধের জের ধরে এক ছাত্রলীগ নেতাকে কূপিয়ে জখম করেছে একই ইউনিয়নের বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (২৫)কে বহিস্কৃত সহ সভাপতি মোহিত হাসান ও তার সহযোগিরা দা দিয়ে কূপিয়ে গুরুতর আহত করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা জাকিরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দায়ের কুপে আহত ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ের সামনে উভয়পক্ষ কথা বলতে বলতে তর্কবিতর্ক শুরু করে। এক পর্যায়ে মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সুরানন্দপুর গ্রামের আলমাছ মিয়ার পুত্র মোহিত হাসান, বাদে করিমপুর গ্রামের আবাছ মিয়ার পুত্র জাকের আহমদ ও জালালপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র রুহেল মিয়া অতর্কিতে দা দিয়ে ছাত্রলীগ নেতা জাকির হোসেনের মাথায় কুপ দেয়। ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারী মোহিত গংরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে এলাকাবাসী জাকির হোসেনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে করোনা রোগী বেশি থাকায় পুণরায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মহসিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি শুনেছেন তাদের দু’জনের একান্ত ব্যক্তিগত কোন ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল জানান, এটি কোন সাংগঠনিক বিরোধ নয়। একান্ত ব্যক্তিগত বিরোধ ছিল। তারপরও এ ধরণের ঘটনা কেন ঘটবে তা খতিয়ে দেখা হবে। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সূত্রে আর জানা যায়, এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চলতি বছরের ১৮ মে হামলাকারী মোহিত হাসানকে মুন্সীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।#

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews