কুলাউড়া জয়চন্ডীতে নৌকার প্রার্থী মাহবুবের মনোনয়নপত্র জমা কুলাউড়া জয়চন্ডীতে নৌকার প্রার্থী মাহবুবের মনোনয়নপত্র জমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন

কুলাউড়া জয়চন্ডীতে নৌকার প্রার্থী মাহবুবের মনোনয়নপত্র জমা

  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহবুব মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার ২ নভেম্বর বিকেলে উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবদুল মোমিন এর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, জেলা যুবলীগ নেতা আবু মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক দুদু, রুহুল আমিন, যুবলীগ নেতা আব্দুল মুমিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা দিয়ে এক প্রতিক্রিয়ায় আব্দুর রব মাহবুব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব স্বীকৃত। তৃনমূল পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে দল আমাকে মনোনীত করেছে। আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাকে মূল্যায়ন করার জন্য। ইনশা আল্লাহ্ আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আমার এলাকার জনগণ উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে মানুষের জীবন মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews