কুলাউড়ায় নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি স্বতন্ত্রের মোড়কে প্রার্থী কুলাউড়ায় নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি স্বতন্ত্রের মোড়কে প্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা কুড়িগ্রামে লোকসংগীত ও পথ নাটক অনুষ্ঠিত কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন কুলাউড়ায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী মইনুল ইসলাম সবুজের মতবিনিময় কুলাউড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী বড়লেখায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বড়লেখায় আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী কুলাউড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু’র মতবিনিময়

কুলাউড়ায় নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি স্বতন্ত্রের মোড়কে প্রার্থী

  • শনিবার, ২০ নভেম্বর, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী কেবল স্বতন্ত্রের মোড়কে। কেন্দ্রিয়ভাবে বিএনপি নির্বাচন বর্জন করলেও কুলাউড়ার বিএনপি নেতারা বলছেন ভিন্ন কথা।

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে স্বন্ত্রের মোড়কে রয়েছে বিএনপির প্রার্থীরা। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর চেয়ে বিএনপির এসমব প্রর্থিীরা রয়েছেন অনেকটা সুবিধাজনক স্থানে। কেবল উপজেলার ব্রাহ্মণবাজার, পৃথিমপাশা, টিলাগাঁও ও বরমচাল ইউনিয়নে নেই বিএনপির কোন প্রার্থী।

ভুকশিমইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জয়চন্ডী ইউনিয়নে কমর উদ্দিন আহমদ কমরু, কাদিপুর ্ইউনিয়নে আব্দুল মুহিত বাবলু, কুলাউড়া সদর ইউনিয়নে জুবের আহমদ খান, রাউৎগাঁও ইউনিয়নে আব্দুল জলিল জামাল, কর্মধা ইউনিয়নে আব্দুস সালাম, হাজীপুর ইউনিয়নে মাহমুদ আলী ও শরীফপুর ইউনিয়নে জুনাব আলী। এসব প্রার্থীরা সরাসরি দলীয় পদ পদবীর সাথে যুক্ত রয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এরা নির্বাচন করছেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় কুলাউড়া উপজেলা বিএনপি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সা করে উল্টো সেইসব প্রার্থীর পক্ষে নিরলস শ্রম দিচ্ছেন। করছেন জনসভা। ছুটছেন জনগণের দ্বারে দ্বারে। বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্রের মোড়কে বিএনপি’র এসব প্রার্থীরা। নিরপেক্ষ নির্বাচন হলে বেশিরভাগ ইউনিয়নে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। তার মানে ধানের শীষ প্রতিক থাকছে না। তবে দলেল মধ্যে কেউ স্বতন্ত্র নির্বাচন করলে কোন বিধিনিষেধ বা আপত্তি নাই। যেহেতু স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা স্বতন্ত্র নির্বাচনে অংশ নিচ্ছেন, নেতাকর্মীরাও প্রার্থীর পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews