কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৪২ পূর্বাহ্ন

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বটতল এলাকা থেকে ভানুগাছ বাজারে যাওয়ার সময় শ্রীমঙ্গলগামী পিকআপ তাকে ধাক্কা দিয়ে পেলে দেয়। পরে লোকজন গুরুতর আহতবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি দক্ষিণ বালিগাঁও গ্রামের মো.মখলিছ মিয়ার ছেলে মো.রুয়েল মিয়া (৩২)।

নিহতের বড় ভাই মো.সোহেল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য মো. সুরমান মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এসআই নিয়াজ মাহমুদ জানান, এ ঘটনায় ড্রাইভার পালিয়ে যায় তবে পিকআপটি আটক করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews