কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন : সভাপতি কাদির, সম্পাদক মতিন কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন : সভাপতি কাদির, সম্পাদক মতিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরের জয়বুননেছা গার্লস হাই স্কুলে রাষ্ট্রীয় শোক দিবসে বিদ্যালয়ে সংবর্ধনা! উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে মৌলভীবাজার জেলা বিএনপির শোকসভা ও মিলাদ কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা সাজ্জাদুর রহমান আর নেই কমলগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ ঢাকায় সিলেট বিভাগ সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন নিটারে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচে এফসি টেরাবাইটের জয়, রানার্সআপ বাগ ক্রুলার্স আত্রাইয়ে জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপন কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষ কর্মসূচি পালিত সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুক্রবার কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন : সভাপতি কাদির, সম্পাদক মতিন

  • বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে পুনরায় আব্দুল কাদিরকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে শিক্ষা পরিবারের অন্যতম সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে দুপুরে সম্মেলন পর্বে সংগঠনের সভাপতি, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মালিক।

শুভেচ্ছা বক্তব্য দেন নয়া বাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মোজাহিদুল ইসলাম ও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন।

সম্মেলন অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠ করা হয়। অধিবেশন অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়াত শিক্ষকদের স্মরণে শোক প্রকাশ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্টানে ২০১৮-২০২১ সাল পর্যন্ত কুলাউড়ার বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২২জন শিক্ষককে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান ১ লক্ষ টাকা ও পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ ৫০ হাজার টাকা সংগঠনের তহবিলে অনুদানের প্রতিশ্রুতি দেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews