কুলাউড়ায় ৬২ শতক জমি নিয়ে দু’পক্ষে বিরোধ উত্তেজনা কুলাউড়ায় ৬২ শতক জমি নিয়ে দু’পক্ষে বিরোধ উত্তেজনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

কুলাউড়ায় ৬২ শতক জমি নিয়ে দু’পক্ষে বিরোধ উত্তেজনা

  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে বিরোধ। ১৭ জানুয়ারি সোমবার বিরোধকে কেন্দ্র মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: ছিদেক আলীর স্ত্রী তারিবুন বিবি। এঘটনায় যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

সরেজমিন ঘটনাস্থলে গেলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: ছিদেক আলীর স্ত্রী তারিবুন বিবি ও আদালতে দায়ের করা মামলা বিবরণ থেকে জানা যায়, কর্মধা মৌজার জেএল নং এসএ ৮৭, এস.এ খতিয়ান নয় ৪৯৩ ও ৫২২, এস.এ দাগ নং ১২৪৩৩, আর.এস জেএল নং ৭০, আর.এস খতিয়ান ৭৬৭, আরএস দাগ নং ১৪২৮৯ এ ৬২ শতক জমির মৌরসী সূত্রে মালিক মৃত আশ্রব উল্লাহর উত্তরাধিকারী মো. তুতা মিয়া, মো. দিলু মিয়া, মোছা. লতিবুন বিবি, মোছা. তরিবুন বিবি, মোছা করিবুন বিবি ও মোছা. মাখন বিবি। তারা উক্ত জমির ভোগদখলকারী থাকাবস্থায় হুরমত আলী ও তার ছেলে জামাল মিয়া ও তাদের সহযোগিরা গত ১৩ জানুয়ারি জমিটি জবরদখলের জন্য চেষ্টা চালায়।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: ছিদেক আলীর স্ত্রী তারিবুন বিবি জানান, তাদের অজান্তে বিগত সেটেলমেন্ট জরিপে মাঠ পর্চায় তারা তাদের নাম উঠেনি। তারা রেকর্ড সংশোধনের জন্য গত ৯ নভেম্বর সিলেট জোনাল অফিসে আবেদন করেন। (যার ডকেট নং ৩০০৬ তাং ০৯/১১১/২০২১)।

তারা আরও জানান, লেখাপড়া না জানার কারণে মাঠ জরিপকালে তাদের নামে জমিগুলো রেকর্ড করাতে পারেননি। এমতাবস্থায় হুরমত আলী ও তার সহযোগিরা মাঠ পর্চা তাদের নামে রেকর্ড করেন। তারা থানা পুলিশের সহায়তায় তাদের উচ্ছেদ করে জমিটি জবর দখলে নিতে চান।

এব্যাপারে প্রতিপক্ষ হুরমত আলী ও তার পরিবারের লোকজন জানান, সর্বশেষ সেটেলমেন্ট জরিপ অনুসারে জমিটির মালিক তারা। মো. তোতা মিয়া ও দিলু মিয়ার পরিবার জমিটি দখল করে আছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews