মৌলভীবাজারের একাটুনায় অন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন  মৌলভীবাজারের একাটুনায় অন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন

 মৌলভীবাজারের একাটুনায় অন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলায় একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা সংগঠনের উদ্যোগে অন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ জানুয়ারী) বিকালে একাটুনা ইউনিয়নের উত্তরমুলাইম ফুটবল মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

সংগঠনের সভাপতি এ্যাডভোট বকসী জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদের পরিচালনায় আমন্ত্রিত অথিতি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জয়নাল হোসেন, জেলা ক্রিড়া সংস্থা সহ-সভাপতি আকিল আহমদ,  একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু ছুফিয়ান, ইউকে প্রবাসী, আব্দুল গফুর মুহিদ মিয়া, দিপ্ত টিভি জেলা প্রতিনিধি বকসী মিসবাহ উর রহমান, জেলা ক্রিড়া সংস্থা সদস্য মুহিতুর রহমান হেলাল, সাবেক কৃতি ফুটবলার রায়হান আহমদ,মেহবুব রহমান, জুনেদ আহমদ, জন্টু। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতিবৃন্দসহ কার্যকরি কমিটির সকল সদস্য, প্রবাসী সদস্য, ইউনিয়নের নির্বাচিত সকল প্রতিনিধি ও প্রচুর সংখ্যাক দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় ৬নং ওয়ার্ড বনাম ৮নংওয়ার্ড এর দুটি শক্তিশালী দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় ৮নংওয়ার্ড ৬নওয়ার্ড কে ২-১ গোলে পরাজিত করে ২য় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে,

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান একাটুনা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে অভিনন্দন এবং বিশেষ করে প্রবাসে থেকে প্রবাসীরা এই সুন্দর ইকটি অনুষ্ঠানে সবধরণের সহযোগীতা করায় তাদের ধন্যবার জানান। প্রবাসীরা সবসময় ভালো কাজে এগিয়ে আসেন এবং ভবিষ্যৎতে আরো এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যর্থ করেন।

 খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আর্প দলের হাতে প্রধার অতিথিসহ অতিথিরা পুরুস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews