বড়লেখায় জাপা নেতা হেলাল হত্যা মামলার ৫ আসামী রিমান্ডে বড়লেখায় জাপা নেতা হেলাল হত্যা মামলার ৫ আসামী রিমান্ডে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হলেন পাওনাদার কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-২ আনু মিয়াকে দায়িত্ব প্রদানে ৮ সদস্যের সুপারিশ বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে মৎস্যখাদ্য বিতরণ বড়লেখায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান বড়লেখায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন দূর্ভোগের আরেক নাম কুলাউড়ার রবিরবাজার- মুরইছড়া সড়ক কুলাউড়ায় জমি জবরদখলের অপরাধে ২ জবরদখলকারীকে ৭ দিনের জেল কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী জয় পুলিশের খাঁচায়

বড়লেখায় জাপা নেতা হেলাল হত্যা মামলার ৫ আসামী রিমান্ডে

  • সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় জাপা নেতা হেলাল উদ্দিন হত্যা মামলার ৫ আসামীকে রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। রোববার এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান আসামীদের ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ৪ আসামীর ৪ দিনের ও ১ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত থেকেই তদন্ত কর্মকর্তা আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। ৪ দিনের রিমান্ডপ্রাপ্তরা হলেন- হিফজুর রহমান, সফর উদ্দিন, নাজিম উদ্দিন, ছাদিকুর রহমান ও ৩ দিনের রিমান্ডপ্রাপ্ত আসামী হলেন মোহন আহমদ।

জানা গেছে, বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাপার সদস্য খুটাউরা গ্রামের মৃত ছখাওয়াত আলীর ছেলে হেলাল উদ্দিনকে গত ৫ জানুয়ারী বিকেলে পূর্ব বিরোধের জেরে আসামীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নিহত জাপা নেতা হেলাল উদ্দিনের তিন ছেলে ও দুই ভাতিজা গুরুতর আহত হন। এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোটভাই সাবেক ইউপি মেম্বার বেলাল আহমদ প্রতিপক্ষের ১৮ ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এরপরই পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।

হেলাল উদ্দিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, কারাগারে থাকা ৫ আসামীকে রোববার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত ৪ জনের ৪দিনের ও ১ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার বিকেলেই আসামীদের থানায় নিয়ে গেছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews