বড়লেখা পৌরসভার সিসি রাস্তা ঘেষে প্রাচীর নির্মাণ! বড়লেখা পৌরসভার সিসি রাস্তা ঘেষে প্রাচীর নির্মাণ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :

বড়লেখা পৌরসভার সিসি রাস্তা ঘেষে প্রাচীর নির্মাণ!

  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলা চত্ত্বরের মাত্র কয়েক গজ দূরে পৌরসভার সিসি ঢালাই রাস্তা ঘেষেই কামরুল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যক্তি বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে পানি নিষ্কাষন, রাস্তা সম্প্রসারণ ও জনসাধারণের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টির আশংকা রয়েছে। তবে খবর পেয়ে পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী কামরুল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ।

সরেজমিনে জানা গেছে, উপজেলা চত্ত্বরের উত্তর-পূর্বদিকের পিচ রাস্তা থেকে পৌরসভার বরাদ্দে নির্মিত সিসি ঢালাই রাস্তা দিয়ে দক্ষিণ-পূর্ব পাখিয়ালা এলাকার ৪০-৫০ পরিবার যাতায়াত করেন। এছাড়া ওই রাস্তাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের রাস্তায় সংযুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা মৃত আহমদ আলীর ছেলে কামরুল ইসলাম পৌরসভার এ রাস্তাটির এজিং ঘেষে বসত বাড়ির সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শুরু করেন। এতে রাস্তাটি সরু হয়ে পড়েছে। ভুক্তভোগীরা বাধা-নিষেধ করলেও তিনি কাজ চালিয়ে যান। অভিযোগ উঠেছে পৌরসভার মেয়রের বাধা-নিষেধ স্বত্ত্বেও কামরুল ইসলাম নির্মাণ কাজ চালাচ্ছেন।

এব্যাপারে কামরুল ইসলাম জানান, তিনি নিজস্ব ভুমিতে দেয়াল নির্মাণ করছেন। রাস্তাটির ভুমিও তাদের পরিবারের দেওয়া। বরং রাস্তার অনেক জায়গা ছেড়েই তিনি প্রাচীর নির্মাণ করছেন।#

পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, রাস্তা সংলগ্ন যেকোন ভুমি মালিক রাস্তা ঘেষে পাকা স্থাপনা নির্মাণ করতে পারেন না। কমপক্ষে ৫ ফুট জায়গা ছেড়ে প্রাচীর কিংবা যেকোন ধরণের স্থাপনা নির্মাণের নিয়ম রয়েছে। খবর পেয়েই তিনি সংশ্লিষ্ট কাউন্সিলারকে দিয়ে দেয়াল নির্মাণকারীকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। এরপরও নির্মাণ কাজ বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নিবেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews