বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান এম এম শাহীন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান এম এম শাহীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান এম এম শাহীন

  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন, এবার স্মরণকালের ভয়াবহ বন্যা মানুষের স্বপ্ন ভাসিয়ে নিয়েছে। যে স্বপ্ন নিয়ে মানুষ ঘরে থাকেন, বন্যায় সেই স্বপ্নের ঘরবাড়ি ছেড়ে মানুষ আশ্রয়কেন্দ্রসহ আত্মীয়-স্বজনের বাড়িতে ঠাঁই নিয়েছে। এখনও ঘরের ফেরার প্রতীক্ষা শেষ হয়নি এই দীর্ঘ বন্যার কারণে। এই বন্যায় মানুষের ঘরবাড়ি, ঘরে থাকা চাল-ডাল, কৃষি ফসল, গবাদিপশুসহ জীবিকা নির্বাহের সর্বস্ব পানিতে ভেসে গেছে। বন্যাদূর্গত সেই সকল মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন  ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।

০৮ জুলাই শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রস্থ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে কুলাউড়ার ভূকশিমইল ও জয়চন্ডী ইউনিয়নের প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি এসময় বলেন, দীর্ঘদিন ধরে বানবাসী মানুষ অনেক দূর্ভোগ পোহাচ্ছেন। কষ্ট করে বন্যার্ত মানুষ দিন যাপন করছেন। এই বন্যায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। মাথাগোজার একমাত্র ঠাঁইটুকু বানের জলে নষ্ট হয়ে গেছে। বন্যার পানি কমলে ঘর মেরামতসহ ক্ষতিগ্রস্থ মানুষের পুনবার্সনে সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান, প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন।

প্রবাসীদের সংগঠন আইএফএমে’র উদ্দেশ্যে বলেন, দেশের দূর্যোগময় মুহুর্তে প্রবাসীরা সবসময় মানুষের কল্যাণে এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় প্রবাসীদের সংগঠন আইএফএম’র সকল সদস্যদের কষ্টার্জিত টাকা দিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য সংগঠনটি সুপ্রতিষ্ঠিত হয়েছে। সেই সংগঠনের উদ্যোগে চলমান বন্যাসহ বিভিন্ন দূর্যোগের সময় সহযোগিতা নিয়ে সংগঠনের সদস্যরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি সংগঠনের সকল সদস্যদের প্রতি কুলাউড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংগঠনসহ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য প্রবাসীদের সকল সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আইএফএম’র বাংলাদেশ টিমের প্রজেক্ট ডিরেক্টর এম এ সামাদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন আইএফএম’র সিনিয়র সদস্য ও যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মছব্বির, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মনজুরুল আলম খোকন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ডা. হেমন্ত চন্দ্র পাল, আব্দুল আজিজ চৌধুরী শামীম, সৈয়দ তফজ্জুল হোসেন, হাজী আক্তার উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাসদ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন খান, আইএফএম’র বাংলাদেশ টিমের প্রজেক্ট ডিরেক্টর আব্দুল মতিন, তাজুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম, মো. আমির হোসেন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews