শ্রীমঙ্গল সনাকের ১৬ দফার স্মারকলিপি প্রদান শ্রীমঙ্গল সনাকের ১৬ দফার স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে  স্পেনের বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার সম্পন্ন বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ কুলাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন জুড়ী ট্র্যাজেডি : সোনিয়ার মৃত্যুতে বেঁচে রইলো না আর কেউ কুলাউড়ায় এনার ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিক্সা আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি

শ্রীমঙ্গল সনাকের ১৬ দফার স্মারকলিপি প্রদান

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন মান উন্নয়নকল্পে সনাকের ষোল দফাতে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা শ্রীমঙ্গল নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

এর আগে সকালে শ্রীমঙ্গলস্থ কার্যালয়ে ‘‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ এবং বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা’’ এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যে সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর কো-চেয়াপার্সন এবং সনাক সদস্য জিডিশন প্রধান সূছিয়াং।

আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পাথমী, পরিচালক চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এবং বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন কমিটির সভাপতি জনক দেববর্মা, সনাক সদস্য ও শিক্ষক জহর তরফদার, সৈয়দ ছায়েদ আহমেদ, নিতেশ সুত্রধর ও ভিম্পল সিনহা।

এরপর মুক্ত আলোচনা শুরু হয়। আলোচনা শেষে সম্মানিত অতিথিবৃন্দ শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শ্রীমঙ্গলের ক্ষুদ্র জাতিসত্তার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে কিছু দাবী জানানো হয়; দাবীসমূহ হচ্ছে;

১. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমানের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা;
২. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিস্বত্তার বিশেষ করে দুর্গম চা বাগান, খাসিয়াপুঞ্জি এবং ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য স্কুল বাস চালু করা ;
৩. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যুবক ছাত্রছাত্রীদের জীবন মান উন্নয়নের জন্য কম্পিউটার সহ অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা ;
৪. শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় %9

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews