কমলগঞ্জে চোরাই মালামালসহ ৪ চোর আটক কমলগঞ্জে চোরাই মালামালসহ ৪ চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু

কমলগঞ্জে চোরাই মালামালসহ ৪ চোর আটক

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মোবাইল দোকানের চুরি হওয়া মালামালসহ ৪ ছিচকে চোরকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শমশেরনগর বাজারের রেলওয়ে স্টেশন রোডের রিপন টেলিকমের টিনের চাল কেটে এক দুধর্ষ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় দোকান মালিক রিপন আহমদ কমলগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার পর থেকে একটানা দুইদিন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মালামালসহ ৪ চোরকে আটক করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই সোহেল রানা, এসআই আব্দুর রহমান, এএসআই বাবুল হোসেন সঙ্গিয় ফোর্স ও শমশেরনগর ইউপি চেয়ারম্যান ও বণিক কল্যান সমিতির নেতৃবৃন্দসহ গত দুই দিনে বিশেষ অভিযান চালিয়ে ২৬ টি মোবাইল ফোন ও নগদ ৩৫০০ টাকা, বিভিন্ন সরঞ্জাম, মোবাইল কার্ড ও এমবি কার্ড উদ্ধার করা হয় এবং চার চোরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের আনোয়ার হোসেন ছেলে জামিল মিযা (২৮), কপিল মিয়ার ছেলে জিহাদ মিযা (১৮), হরমুজ মিযার ছেলে রুহুল আমিন (২২) ও আবদাল হেসেনের ছেলে তামিম মিয়া (১৯)।

রিপন টেলিকমের মালিক রিপন আহমেদ জানান, প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল নগদ টাকাসহ চুরি হয়েছে। যা মালামাল উদ্ধার হয়েছে তা আংশিক। নগদ টাকাসহ ১০/১২টি মোবাইল ফোন এখন উদ্ধার হয়নি বলে দোকান মালিক জানান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাই মালামালসহ চার চোরকে আটক করা হয়। চার জনকে জনকে গ্রেপ্তার করে থানায় প্রেরন করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews