আত্রাইয়ে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

আত্রাইয়ে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: কৃষি খাতকে স্বনির্ভরতা ও কৃষকদের ফসল ফলাতে সহায়তা স্বরুপ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১২ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ মেলায় ৮ শতাংশ সুদে সোনালী, রাজশাহী কৃষি উন্নয়ন, অগ্রণী, জনতা, রুপালী এবং পল্লী সঞ্চয় ব্যাংক কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করে।

চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান, আত্রাই সোনালী ব্যাংক ম্যানেজার শাহাদৎ হোসেন, কৃষি উন্নয়ন ব্যাংক ম্যানেজার শাহীন আলম, অগ্রণী ব্যাংক ম্যানেজার হায়াৎ মাহমুদ, জনতা ব্যাংক ম্যানেজার মাফিদুল ইসলাম, রুপালী ব্যাংক ম্যানেজার নাসির উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী নওগাঁ জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১১ টি উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মানুষ আজ বিভিন্ন এনজিওতে জড়িয়ে পরার কারনে প্রচুর পরিমানে সুদের বোঝা বহন করতে হচ্ছে। সরকার কৃষি ও কৃষকের কথা চিন্তা করে ব্যাংকের মাধ্যমে মাত্র ৮ শতাংস সুদে কৃষিঋণ দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews