ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: আসন্ন আগামী ২১ শে মে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে আমনে রেখে খুব শিগগিরই ওসমানীনগর সহ জলা শরহরের যুক্তরাজ্য সহস্রাধিক প্রবাসী আওয়ামীলীগ তথা নৌকা প্রতিকের মনোনিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের পক্ষে ক্যাম্পেইন করতে সিলেট আসছেন। গত শুক্রবার যুক্তরাজ্যে আনেয়ারুজ্জামানের সমর্থনে প্রবাসী সিলেট সিটি কর্পোরেশন নাগরিকদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজকরা এমন তথ্য জানান।
যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান ও যুগ্ম সাদারণ সম্পাদক জামাল আহমদ খান জানান, সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সিলেটি বাঙ্গালীদের অনুরোধ করা হয়েছে দেশে অবস্থানরত তাদের নিজ নিজ পরিবারে সদস্য ও আতœীয় স্বজনদের ফোন করে আনোয়ারজ্জামানকে ভোট প্রদান ও তাঁ পক্ষে কাজ করার জন। এছাড়া যুক্তরাজ্যে সহ¯্রাধিক সিলেটি প্রবাসী প্রস্তুতি নিচ্ছেন আগামী মে মাসে সিলেটে গিয়ে আনুয়ারুজ্জামানের পক্ষে ক্যাম্পেইনে অংশ গ্রহন করার জন্য।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমার বিশ্বাস আগামী ২ শে জুন আনোয়ারুজ্জামান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হবেন। যদি আনোয়ারুজ্জামান মেয়র হিসেবে বিজয়ী হন তাহলে আমাদের সুবিধা হবে। তিনি প্রবাসীদের সমস্যার ব্যাপারে জানেন দেশেরও সমস্যার কথা জানেন। তার নেতৃত্বে আমাদের প্রবাসীদের দেশে ও প্রাবাসরে বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে। সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট নগরীতে বিভিন্ন সমস্যা রয়েছে আশা করি আনোয়ারুজ্জামানের নেতৃত্বে সকল সমস্যার সমাধান হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, দেওয়ান গৌজ সুলতান, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আ স ম মিসবাহ, মো: গয়াস, সুরুক মিয়া, সাংবাদিক সৈয়দ নাহাশ পাশা, নজরুল ইসলাম পাশা, তাইসির মাহমুদ, মোসলেহ উদ্দিন আহমদ, মতিয়ার চৌধুরী, রহমত আলী, আব্দুল গণি, কামাল মেহেদি, তবারুকুল ইসলাম, কয়েছ আলী, আব্দুল হান্নান, রেজাউল করিম মৃধা, ছালেহ আহমদ, সাহেদ আহমদ, শাহ বেলাল, জুবায়ের আহমদ, বাবুল খান, নাছির আহমদ, মোস্তফা কামাল, বাতিরুল হক সরদার, দিলু চৌধুরী ও নজমুল ইসলাম প্রমুখ।#
Leave a Reply