ঘাতক রজব আলীর স্বীকারোক্তি : অটোরিক্সা নিতে দা দিয়ে কুপ মেরে হত্যা করে শাহাবুদ্দিনকে ঘাতক রজব আলীর স্বীকারোক্তি : অটোরিক্সা নিতে দা দিয়ে কুপ মেরে হত্যা করে শাহাবুদ্দিনকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হলেন পাওনাদার কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান-২ আনু মিয়াকে দায়িত্ব প্রদানে ৮ সদস্যের সুপারিশ বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে মৎস্যখাদ্য বিতরণ বড়লেখায় জামিন নিয়েই বাদির ভাইকে হত্যার চেষ্টা : থানায় অভিযোগ প্রায় ১৫ বছর জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান বড়লেখায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন দূর্ভোগের আরেক নাম কুলাউড়ার রবিরবাজার- মুরইছড়া সড়ক কুলাউড়ায় জমি জবরদখলের অপরাধে ২ জবরদখলকারীকে ৭ দিনের জেল কুলাউড়ায় একাধিক মামলার পলাতক আসামী জয় পুলিশের খাঁচায়

ঘাতক রজব আলীর স্বীকারোক্তি : অটোরিক্সা নিতে দা দিয়ে কুপ মেরে হত্যা করে শাহাবুদ্দিনকে

  • বুধবার, ৭ জুন, ২০২৩

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানে অটো রিক্সাচালক শাহাবুদ্দিনের হত্যার কথা পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে ঘাতক রজব আলী (২৫)। আটক রজব আলী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৭ মে শনিবার শাহাবুদ্দিন আহমেদ (৩৩) নামক অটোরিকশা চালকের হত্যার পর পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে গত ০৩ জুন শনিবার একমাত্র আসামী রজব আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আসামী রজব আলীও একজন অচোরিক্সা চালক।

আদালত ও পুলিশের কাছে জবানবন্দিতে রজব আলী জানায়, ২৯ মে শনিবার রাত ৮টার দিকে শাহাবুদ্দিনকে রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানের যাওয়ার জন্য ভাড়া করে। আগে থেকে পরিকল্পনা মাফিক ঘাতক রজব আলী একটি ধারালো দা গোপনে কোমরে গুজে নেয়। ঘটনাস্থলে যাওয়ার পর শাহাবুদ্দিনকে গাড়ী থামাতে বলে দা দিয়ে গলায় কুপ দেয়। এতে সে অটোরিক্স থেকে লুটিয়ে পড়ে। পরে আরেকটি কুপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। ঘটনাস্থলে দা ফেলে অটোরিক্সা নিয়ে ঘাতক রজব আলী চলে আসে এবং ২২ হাজার টাকা অটোরিক্সাটি ভাঙাড়ি দোকানে বিক্রি করে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, আমরা দিনরাত পরিশ্রম করে ঘটনার রহস্য উদঘাটন করি এবং রজব আলীকে গ্রেফতার করে ৩ জুন আদালতে সোপর্দ করি। আদালতে রিমান্ড চাইলে ৫ জুন আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে ০৭ জুন বুধবার আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। এ ঘটনার সাথে একমাত্র রজব আলী জড়িত।

উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগান থেকে ২৭ মে শনিবার শাহাবুদ্দিন আহমেদ (৩৩) নামক এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাবুদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews