কুলাউড়ায় আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান কুলাউড়ায় আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় সুষ্ঠু ভোট নিয়ে ভোটারের সংশয় মুল্লুকে চলো আন্দোলন ও চা শ্রমিক গণহত্যার ১০৩ বছর : ঐতিহাসিক বীরত্বগাথা রক্তাক্ত সংগ্রামের এক মহাউপাখ্যান কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক কাল বুধবার ভোটগ্রহণ-বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের ২৯ টিই অধিক ঝুঁকিপূর্ণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে বেতনসহ যাবতীয় বকেয়া আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি  স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন বড়লেখার খলাগাও বাজারে বিট পুলিশিং কমিটির সভা মায়ের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় প্রবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে

কুলাউড়ায় আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষা বৃত্তি প্রদান করেছে হাজীপুর আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট। গত ২২ জানুয়ারী সোমবার দুপুরে আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ট্রাস্ট ভবনে ৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

আজিজুননেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক র্স্বণপদক প্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ও তোয়েল আহমদ চৌধুরী এর পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খুরশীদ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান চৌধুরী, ট্রাস্টের আজীবন পরিচালক পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ, এহছানুল বারী চৌধুরী সেলিম, পরিচালক নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম খান, পাইকপাড়া এম এ আহাদ কলেজের অধ্যক্ষ মো. হানিফ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজের শিক্ষকগনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্রাষ্টের প্রতিষ্ঠিাতা আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের চেষ্টা থাকবে এই বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, আজিজুননেছা মেমোরিয়াল ট্রাষ্ট থেকে ২০২৩ সালে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো- কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকপাড়া এম এ আহাদ কলেজ। প্রতি বিদ্যালয়ে ১৫ জন ও কলেজে ৪ জন করে মোট ৫৩ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews