বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় ফোরামের হুইসেল ব্লোয়ার অর্ন্তভূক্তিকরণ সভা বুধবার পৌরশহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রত্যেক ইউনিয়নের যুব ফোরামের ৩০ জন আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক অংশগ্রহণ করেন। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এনজিও সংস্থা ‘রূপান্তর’ এর আস্থা প্রকল্প এই সভার আয়োজন করেছে।
সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেনের সভাপতিত্বে ও প্রকল্পের জেলা সমন্বয়কারী মুনজিলা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুব ফোরামের প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রকল্পের মুল বক্তব্য তোলে ধরেন আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী হাসান তারেক। এছাড়া বক্তব্য রাখেন বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক, জেলা যুব ফোরামের উপদেষ্ঠা, বড়লেখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার মনিরুল ইসলাম, যুব ফোরামের আহ্বায়ক রূপক দাশ, যুগ্ম আহ্বায়ক পলাশ কানু, স্বপ্না বেগম প্রমুখ।
Leave a Reply