বড়লেখায় জালালাবাদ গ্যাসের ভিজিলেন্স টিমের পরিদর্শন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন বড়লেখায় জালালাবাদ গ্যাসের ভিজিলেন্স টিমের পরিদর্শন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

বড়লেখায় জালালাবাদ গ্যাসের ভিজিলেন্স টিমের পরিদর্শন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

  • সোমবার, ২০ মে, ২০২৪

বিজ্ঞপ্তি::

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সিলেটের ভিজিলেন্স টিম গত ১৫ মে বড়লেখায় বিভিন্ন ক্যাটাগরির গ্যাস সংযোগ পরিদর্শন করেছে। ভিজিলেন্স টিমের নেতৃত্ব দেন জালালাবাদ গ্যাস প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম খান। পরিদর্শনকালে সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের মনোয়ার বক্ত মিঠুর আগর ফ্যাক্টরীতে অনুমোদনহীন বার্নার পেয়ে ভিজিলেন্স টিম ওই গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

জানা গেছে, গত ১৫ মে জালালাবাদ গ্যাসের ভিজিলেন্স টিম নিয়মিত পরির্দশনের অংশ হিসেবে দক্ষিণভাগ রতুলি এলাকার সাহেদ আহমদ, বশির আহমদ এবং সুজানগর ইউনিয়নের সুজানগর গ্রামের ফয়জুল হক ও বড়থল গ্রামের মনোয়ার বক্ত মিঠুর আগর-আতরের ফ্যাক্টরীর গ্যাস সংযোগ পরিদর্শন করেন। এসময় কর্মকর্তারা মনোয়ার বক্ত মিঠুর আগর-আতরের ফ্যাক্টরীতে গ্যাস লাইনের চূলায় অনুমোদনহীন বার্নার (অবৈধ সংযোগ) পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর বড়লেখা পানিধার কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) ফারুক আহমদ জানান, ভিজিলেন্স টিমের পরির্দশনে দেখা যায়, মনোয়ার বক্ত মিঠুর আগর-আতরের ফ্যাক্টরী তালাবদ্ধ রয়েছে। মিঠুর নিয়োজিত দুই ব্যক্তি আগরের কাজ করছেন। তাদের অনুরোধ জানালে তারা তালা ভেঙ্গে দেন। ভেতরে গিয়ে দেখা যায় ২৫ সিএফটির অনুমোদন নেওয়া চূলায় ৪৫ সিএফটি ও ১০০ সিএফসির ২টি বার্নার সংযুক্ত রয়েছে, যা অবৈধ। অবৈধ বার্নার পাওয়ায় মনোয়ার বক্ত মিঠুর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, মনোয়ার বক্ত মিঠু হিরণ নামে এক ব্যক্তিকে তার ফ্যাক্টরীর দায়িত্ব দিয়ে তিনি প্রবাসে চলে গেছেন। ভিজিলেন্স টিমের উপস্থিতি টের পেয়ে গ্যাস সংযোগ সম্বলিত ফ্যাক্টরীতে তালা দিয়ে তিনি সটকে পড়েন। বিজ্ঞপ্তি::

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews