কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নে হাজিপাড়ায় ১২ জানুয়ারি বুধবার জান্নাতুল আতফাল ইসলামী একাডেমির নতুন বছরের ক্লাস উদ্বোধন ও দোয়ামাহফিল অনুষ্ঠিত।
প্রতিষ্ঠাতা পরিচালক মওলানা মো: নুরুল ইসলাম ও সহকারি পরিচালক হাফেজ আব্দুল আল মামুন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদ, পরিচালক নাককাটিহাট হাফিজিয়া মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আক্তারুজ্জামান আবুনুর সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম, চাকির পশার ইউনিয়ন, চাকির পশার ২নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মো: আলম মিয়া, মওলানা মো: হাবিবুল্লাহ সিদ্দিকি, খতিব শান্তিনগর জামে মসজিদসহ সকল শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: ঈদি আমিন। অতিথিদের বক্তব্য আর দেয়ার মাধ্যমে জান্নাতুল আতফাল ইসলামী একাডেমীর নতুন বছরের ক্লাস কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply