বড়লেখায় এনআইডি কার্ড সংশোধনকারীদের নতুন বিড়ম্বনা জন্মস্থান ‘ভেনেজুয়েলা’! বড়লেখায় এনআইডি কার্ড সংশোধনকারীদের নতুন বিড়ম্বনা জন্মস্থান ‘ভেনেজুয়েলা’! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর নবীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ বড়লেখায় কনেপক্ষের চাহিত দেনমোহর দিতে রাজি না হওয়ার জেরে ছেলের হাতে পিতা খুন কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক ২ সুনামগঞ্জ-সিলেট সড়কে দূর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় ৯ মাসের পাকার কাজ ১৩ মাসে ৩ ভাগ! ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় চরম ভোগান্তি কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত : আহত ২ : আটক ৩ জন কুলাউড়ায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার কুলাউড়ায় এইচপিভি টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করেছে ৩টি প্রতিষ্ঠান

বড়লেখায় এনআইডি কার্ড সংশোধনকারীদের নতুন বিড়ম্বনা জন্মস্থান ‘ভেনেজুয়েলা’!

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় এনআইডি কার্ড সংশোধনকারীরা পড়েছেন মহাবিপাকে। সংশোধিত জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান হয়ে গেছে ‘ভেনেজুয়েলা’! এতে বিভিন্ন প্রয়োজনে এনআইডি সংশোধনকারীরা পড়েছেন মারাত্মক দুর্ভোগে। গত এক সপ্তাহ ধরে নির্বাচন কমিশনের সার্ভার থেকে ডাউনলোড করা কার্ডে জন্মস্থান ‘ভেনেজুয়েলা’ লিখা আসছে।

জানা গেছে, একাডেমিক সনদ, পাসপোর্ট, জন্মনিবন্ধন কিংবা পিতা-মাতার কাগজপত্রের সাথে তথ্যগত অমিলের কারণে অনেকেই জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য স্থানীয় নির্বাচন কার্যালয়ে আবেদন করেন। দিনের পর দিন ধর্না দিয়ে অনেক ভোগান্তির পর সংশোধন সম্পন্ন হওয়ার বার্তা পেয়ে নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডি ডাউনলোড করে বিপাকে পড়ছেন সংশ্লিষ্টরা। জন্মস্থানের কলামে ‘ভেনেজুয়েলা’ লিখা দেখে নতুন ভোগান্তিতে পড়েছেন।

পৌরশহরের ভুক্তভোগী শিউলি বেগম জানান, সব ডকুমেন্ট দিয়ে আবেদন জমা দিয়েও অনেক দিন নির্বাচন অফিসে ঘুরতে হয়েছে। অবশেষে সংশোধনের ম্যাসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি! এই কার্ড নিয়ে বড় সমস্যায় পড়ার আশংকায় তিনি যে কাজে সংশোধন করেছিলেন ওই কাজে ব্যবহার করছেন না। উপজেলার বর্নি ইউনিয়নের নাম প্রকাশ না করার শর্তে এক ভোক্তভোগী অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে কতদিন যে গেছেন তা মনে নেই। অনেক দূর থেকে গিয়ে শুনা যায় অফিসার নেই। নানা হয়রানীর শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। জরুরী পাসপোর্ট করার জন্য এনআইডি সংশোধন করেছিলেন। বড়লেখায় জন্মগ্রহণ করে এনআইডিতে ভেনেজুয়েলা লিখা থাকায় দুশ্চিন্তায় এখন আর পাসপোর্ট করতে যাচ্ছেন না। বিভিন্ন কম্পিউটারের দোকান সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে যারাই সংশোধনকৃত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করছেন তাদের প্রত্যেকের কার্ডের জন্মস্থান আমেরিকা মহাদেশের একটি দেশের নাম ‘ভেনেজুয়েলা’ লেখা আসছে।

এ বিড়ম্বনায় পড়া উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের সেজুল ইসলাম জানান, তিনি প্রায় দেড় মাস আগে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করেছিলেন। তখন এনআইডি কার্ডে জন্মস্থান মৌলভীবাজার লিখা থাকতে দেখেছেন। কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিতে আবেদন জমা দেন। রোববার বিআরটি অফিস থেকে জানানো হয়েছে তার এনআইডি কার্ড ভেরিফাই করে দেখা গেছে তিনি ‘ভেনেজুয়েলায়’ জন্মগ্রহণ করেছেন। আবেদন ফাইলে জমা দেওয়া এনআইডি কার্ডের সাথে ভেরিফাই এনআইডি কার্ডের তথ্যের গরমিলের কারণে তার ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম থমকে গেছে।

আরেক ভুক্তভোগী ফয়সল আহমদ জানান, তার ছোটবোনের সামান্য ভুল সংশোধন করতে আবেদন করেন। কার্ড ডাউনলোড করে সবাই হতবাক। আমার ছোটবোনের জন্মস্থান নাকি ভেনেজুয়েলা। এরজন্য তিনি নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন। তিনি আরো বলেন, একটি এনআইডি কার্ড ডাউনলোড করতে ৬০ থেকে ১০০ টাকা খরচ হয়। এই সমস্যার সমাধান করা হলেও ভুক্তভোগীদের আর্থিক ও মানসিক ক্ষতি ঠিকই হবে।

উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান জানান, বিষয়টি অনেকেই তাকে অবহিত করেছেন। সার্ভারের সমস্যার কারণে এটি হতে পারে। তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। আশা করছেন দ্রæত তা সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews