এইবেলা, কুলাউড়া :: কম দামে ইট দেবার কথা বলে ইট ভাটা মালিকের যোগসাজশে ১৩৫ ব্যক্তির কাছ থেকে ৮ কোটি হাতিয়ে গাঁ ঢাকা দেয় ম্যানেজার মানিক বর্ধন। এক বছর পর ২১ অক্টোবর শুক্রবার রাতে মৌলভীবাজার সদরের শেরপুর থেকে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।
আটক প্রতারক মানিক বর্ধন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য হিঙ্গাজিয়া গ্রামের ভুপেন্দ্র বর্ধনের ছেলে।
পুলিশ জানায়, প্রতারক মানিক বর্ধন উপজেলার ব্রাহ্মণবাজারে অবস্থিত এমএনএইচ ব্রিকফিল্ডের ব্যবস্থাপক। ওই ব্রিকফিল্ডের মালিক নজিবুর রহমানের যোগসাজশে কম দামে ইট দেবার কথা বলে ১৩৫ জন ব্যক্তির ৮ কোটি টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর অর্ধশতাধিক ভুক্তভোগী ব্যক্তি সংবাদ সম্মেলন করে বিষয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন। টাকা আত্মসাতের অভিযোগে থানায় ও আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকে আত্মগোপন কওে প্রতারক মানিক বর্ধন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২১ অক্টোবর রাত আনুমানিক ১১টায় প্রতারক মানিক বর্ধনকে আটক করতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে মৌলভীবাজার সদরের শেরপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মানিক বর্ধনকে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটক মানিক বর্ধনের বিরুদ্ধে ৮টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন সে পলাতক ছিল। শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।##
Leave a Reply