এইবেলা কুলাউড়া:: ভালোবাসা কেড়ে নিলো কুলাউড়া সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন আহমদের (২৪) প্রাণ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার সরকারী কলেজে প্রথম বর্ষের চলমান পরীক্ষা শেষে প্রেমিকার সামনে বিষ পানে তার মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের পরীক্ষার মতো বৃহস্পতিবারের পরীক্ষা দিয়ে বের হয়ে রাজন ও প্রেমিকা দীর্ঘক্ষণ কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অবস্থান করেন। এক পর্যায়ে প্রেমিকাকে ভালোবাসার প্রমাণ দিতে বিষ পান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনের এমন মৃত্যু পরিবার, বন্ধু, পরিচিতজনরা মেনে পারছেন না। তার এমন মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজনসহ বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।
রাজন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান , মৌলভীবাজার সরকারি কলেজে বিষপানে অনার্স প্রথম বর্ষের এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্ত শেষে জানা যাবে কি কারনে এ ঘটনা ঘটেছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply