এইবেলা, কুলাউড়া :: শুদ্ধ সুমধুর সুরে পবিত্র কোরআন শিক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়ে ক্বিরাত প্রতিযোগিতা আয়োজন করছে এন এস ফাউন্ডেশন রবিরবাজার। কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয় ইউনিয়নের পাঁচ থেকে পনেরো বয়সী স্কুল ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত শুদ্ধ সুরে কোরআন কণ্ঠ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। এতে প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী প্রতিযোগির মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য একুশ জন প্রতিযোগি ইয়েস কার্ড পেয়েছেন।
মানবতার কল্যাণে আমরা স্লোগানে পরিচালিত সামাজিক সেবামুলক সংগঠন এন এস ফাউন্ডেশনের উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ার খাঁন বাবলুর অর্থায়নে উক্ত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের সমাপনী পর্ব সমাপ্ত হয়েছে। রবিরবাজার নোবেল একাডেমী প্রাঙ্গনে ১৯ নভেম্বর সমাপনী পর্বে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ২১ জন প্রতিযোগিদের মধ্যে ইয়েস কার্ড পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ¦ শফিক উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিচারক মন্ডলী বাবনিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, রবিরবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, রবিরবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াসিন আলী, কটারকোনা হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বেলাল আহমদ, ক্বারী আব্দুল মুত্ত্বালিব মাদ্রাসার সুপার মাওলানা মুফতি হেলাল আহমদ, প্রতিযোগিতার আয়োজক এন এস ফাউন্ডেশনের বোর্ড সচিব বাবুল আহমদ, ক্বাজী রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন চৌধুরী বাতেন, বিলাল খাঁন, দেলোয়ার খাঁন দুলাল, সৈয়দ হাবিবুন নুর ফুলন প্রমুখ।
বোর্ড সচিব বাবুল আহমেদ জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্বিরাত প্রতিযোগিতার মাধ্যমে শুদ্ধ ও মধুর সুরে পবিত্র কোরআন শরীফের প্রতিভা বিকাশের জন্য প্রথম বারের মতো আমাদের এই আয়োজন। উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে এ আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে। শীঘ্রই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি মুহিব খান উপস্থিত থাকবেন।#
Leave a Reply