এইবেলা, কুলাউড়া ::মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্ এর বিরুদ্ধে ৭ ইউপি সদস্যের অনাস্থা প্রস্তাবে সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির ওই প্রতিবেদনে ওই চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করা হয়েছে এবং ১০ কার্যদিবসের মধ্যে ওই ইউপি চেয়ারম্যানকে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজারের উপ-পরিচালক মল্লিকা দে (গত ২৮ নভেম্বর) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ইউপি’র চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সরকারি সম্পদ আত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, ক্ষমতার অপব্যাবহার ও নির্বাচিত সদস্যদের সাথে খারাপ আচরণসহ সুনির্দিষ্ট অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্রে বিরুদ্ধে গত ১৬ আগস্ট এক সভার আয়োজন করেন হাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলসহ ৭ জন ইউপি সদস্য। ওই সভায় ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্ এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করে ২৮ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দাখিল করা হয়। এতে ইউপি সদস্যগণ চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহিরাকে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি সরেজমিন তদন্ত করে চেয়ারম্যান ওয়াদুদ বখসের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত কর্মকর্তা ওই প্রতিবেদনে তাঁকে (চেয়ারম্যান ওয়াদুদ বখস) অপসারণের সুপারিশও করেছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস্ জানান, আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিয়েছি।
তদন্তের বিষয়ে জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজারের উপ-পরিচালক মল্লিকা দে’র মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, তদন্ত প্রতিবেদন পেয়েছি। ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখসকে শুনানীর জন্য ডাকা হয়েছে। শুনানী শেষে ব্যবস্থা নেওয়া হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply