এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে মদিনাবাহী কাফেলার উদ্যোগে দু দিনব্যাপী আন্তঃ উপজেলা হিফজুল কোরআন প্রতিযোগীতা গত ৩ ও ৪ জানুয়ারী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চৌধুরী বাজার ক্কারী হোসেন আলী একাডেমি হল রুমে প্রতিযোগিতা শেষে ২য় পর্বে মদিনাবাহী কাফেলার ভারপাপ্ত সভাপতি কাজী সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি হিসোবে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যন আলহাজ্ব এ এস এম জামান মতিন। প্রতিযোগীতার প্রধান বিচারক হাফিজ জাকির মাওলানা জাকির হোসেন। রবির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। সামাজ সেবক ইকবাল সালাম। ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু। মোঃ আনু মিয়া।ছাতা পীর সৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর। ব্যবসায়ী কুতুব উদ্দীন।
প্রতিযোগী মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন আলাল পুর আওতর খান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ তুহিন আহমদ মনরাজ আব্দুর রহিম স্মৃতি পরিষদের সভাপতি এ কে উজ্জল। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।কোরআন থেকে তেলাওয়াত করেন আলাল পুর মাদ্রাসার ছাত্র নূরুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সহ উপস্হিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।
৩ জানুয়ারি বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।বাছাই পর্বে উপজেলার ১১ টি মাদ্রাসার প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগীতার গ্রন্ড ফাইনেলে ১ম স্হান অর্জন করেন আলাল পুর আওরখান হাফিজিয়া মদ্রাসার ছাত্র নূরুল আমীন। তাকে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়। ২য় হয়েছন একই প্রতিষ্ঠানের ইমামুল ইসলাম শাহী। ৩য় কোরআনিক হোম ভাটেরার ছাত্র ইশাদ খান সিয়াম ৪র্থ বাবনিয়া হাসিমপুর নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মুজিবুর রহমান হাদী। ৫ম হয়েছেন দারুল কুরআন আব্দুল্লাহ আল মাশহুদিয়া (রঃ) মাদ্রাসা ও এতিমখানার প্রতিযোগী মোঃ ওয়াসিফ আহমদ। ২য় পুরুস্কার ৫ হাজার ৩ য় ৪হাজার ৪র্থ পুরুস্কার ৩ হাজার ৫ম পুরুস্কার ২ হাজার প্রদান করা হয়।
প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল প্রতিযোগির হাতে একটি করে ছাতা প্রদান করা হয়।।পুরশাই মাদ্রাসার প্রতিষ্ঠতা হাফিজ আনসার দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আনসার উদ্দীনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।#
Leave a Reply