এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া-রবিরবাজার-শরীফপুর রাস্তা সংস্কার কাজে অনিয়ম ও দ্রুত রাস্তা মেরামত কাজ সম্পন্ন করার দাবিতে ১১ আগষ্ট মঙ্গলবার দক্ষিন রবিরবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ভুক্তভোগী জনসাধারণের উদ্যোগে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসদ নেতা আব্দুল গাফফার কায়সুলে সভাপতিত্বে তরুন ব্যবসায়ী আহমদ মোনায়েম মান্নার পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী, বিএনপি নেতা আকদ্দছ আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবাব আলী তাকি খান, ইউপি সদস্য আব্বাছ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড এমএ আহাদ, খন্দকার শাহাজান, ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি ফয়জুল হক ও হাসান আল মোহাম্মদ রাজু প্রমুখ।
মানববন্ধনে রবিবাজারের ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় দেড় বছর যাবত কুলাউড়া- রবিরবাজার- শরীফপুর রাস্তাটি সংস্কার করার নামে ঠিকাধারী প্রতিষ্ঠান গর্ত আর খানাখন্দ করে রেখেছে। এছাড়াও নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বক্তাগন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply