একটি মহিষ জবাইকে কেন্দ্র করে কুলাউড়ায় তুলকালাম কান্ড ! একটি মহিষ জবাইকে কেন্দ্র করে কুলাউড়ায় তুলকালাম কান্ড ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মে দিবসে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা’র পানি ও স্যালাইন বিতরণ বড়লেখায় ঝড়ে উড়ে গেছে পৌরভবনের চাল-ব্যাপক ক্ষয়ক্ষতি, অধিকাংশ এলাকা বিদ্যুতহীন বড়লেখায় ব্যবসায়ির ভূমির গাছ চুরি-চার আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা রাজনগরের ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস সাময়িক বরখাস্ত কুলাউড়ায় ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় কুলাউড়া শাহ্জালাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষের বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আত্রাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কুলাউড়ায় ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন মৌলভীবাজারে আগর-আতর শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার-উৎপাদন ও রপ্তানির জটিলতা নিরসনের দাবি

একটি মহিষ জবাইকে কেন্দ্র করে কুলাউড়ায় তুলকালাম কান্ড !

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজের পালিত মহিষ জবাই করে বাড়ি ফেরার পথে মহিষ মালিকসহ ১০ জন হতদরিদ্র পরিবারের লোককে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ২১৬ কেজি মাংস জব্দ করা হলেও মামলায় উল্লেখ করা হয়েছে ১০৮ কেজি। এ ঘটনায় এলাকায় চলছে তুলকালাম কান্ড। এদিকে সোমবার ২০ মার্চ তাদের মুক্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

উপজেলার কর্মধা ইউনিয়নের বাসিন্দা মাসুক মিয়া (মহিষ মালিকের ভাই) অভিযোগ করে বলেন, তাদের পোষা মহিষ প্রতিবছর শুকনো মৌসুমে কর্মধা ইউনিয়নের পাহাড়ে ছেড়ে দেন। প্রতি ১০-১৫ দিন পর পর কয়েকজন গিয়ে মহিষগুলো দেখে আসেন। আবার বর্ষাকাল আসলে সেগুলো নিজেদের বাড়িতে নিয়ে আসেন। গত ১৩ মার্চ বিকালে পাহাড়ে গিয়ে আপ্তাব আলী দেখতে পান, তাদের পোষা একটি মহিষ পাহাড় থেকে পড়ে পা ভেঙ্গে মাটিতে শুয়ে আছে। এমতাবস্থায় আপ্তাব আলী লোকজন নিয়ে মহিষটিকে জবাই করে রাত ১০ টার দিকে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মেরিনা চা-বাগান এলাকায় আসলে কয়েকজন শ্রমিক তাদের গাড়ি আটকে রাখে। তখন জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব ঘটনাস্থলে যান। এসময় কর্মধা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র দেখালেও জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান তা না মেনে মহিষ মালিক আপ্তাব আলীসহ ১০ জনকে পুলিশের নিকট সোপর্দ করেন এবং জবাইকৃত মহিষের মাংস ওজন করে ২১৬ কেজি জব্দ করেন।

এঘটনায় পুলিশের এসআই আব্দুল আলীম বাদি হয়ে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করে পরদিন ১৪ মার্চ তাদেরকে আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। কিন্তু মামলার এজহারে জব্দকৃত মাংস ২১৬ কেজির স্থলে ১০৮ কেজি উল্লেখ করা হয়।

মাসুক মিয়া আরও অভিযোগ করেন, এরা যদি চোর হতো তাহলে আটকানোর সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করতো। মেরিনা চা বাগানের ফ্যাক্টরির সামনে যখন সাংসগুলো ওজন (২১৬ কেজি) করা হয় তখন আমি সামনে ছিলাম। কিন্তু ঘন্টাখানেক পরে থানায় আসার পর মাংস কমে ১০৮ কেজি হলো কেমনে? বাকি ১০৮ কেজি মাংস গেলো কোথায়?। জবাইকৃত মহিষসহ পাহাড়ে আমাদের আরও ৮-১০টি মহিষ রয়েছে। পশু ক্রয়-বিক্রয় ও স্বত্বের কাগজপত্রও আমাদের আছে। এব্যাপারে স্থানীয় বন বিভাগও অবগত আছে।

এব্যাপারে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, আমি খোঁজ নিয়ে জেনেছি, আপÍাব আলীসহ যাদের আটক করা হয়েছে তারা মহিষের প্রকৃত মালিক। এরা কেউ চোর নয়, চুরির রেকর্ডও নেই। স্থানীয় ওয়ার্ড সদস্য হেলাল আহমদকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, কিন্তু তিনি আমার কথাটি না রেখে সবাইকে পুলিশে সোপর্দ করেছেন। এতে নিরীহ মানুষকে হয়রানি করা হয়েছে।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, স্থানীয় লোকজন আটক করে আমাকে জানালে আমি ঘটনাস্থলে যাই। মাংস কত কেজি হয়েছে বা কি হয়েছে? এব্যাপারে আমি কিছু জানি না।

মামলার বাদি ও কুলাউড়া থানার এসআই মো. আব্দুল হালিম জানান, পাবলিক এদের আটকাইছে। ঘটনাস্থলে মেম্বার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরের দিন মামলা রেকর্ড হয়। মহিষের কোন মালিক পাওয়া যায়নি। এখন অন্য কথা বললে হবে না। আর মালিকানা কাগজ তারা বানাতেও পারে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews