কুলাউড়া সাবরেজিস্ট্রি অফিস : ৬ মাস থেকে চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায় কুলাউড়া সাবরেজিস্ট্রি অফিস : ৬ মাস থেকে চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাল বুধবার ভোটগ্রহণ-বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের ২৯ টিই অধিক ঝুঁকিপূর্ণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে বেতনসহ যাবতীয় বকেয়া আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি  স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন বড়লেখার খলাগাও বাজারে বিট পুলিশিং কমিটির সভা মায়ের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় প্রবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে আত্রাইয়ে মহাসড়কে ঝরল এক এনজিও কর্মীর প্রাণ উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কুলাউড়ায় দুই নেত্রীর লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? প্রকপ্ল পরিদর্শণে কুলাউড়ায় ইউনিসেফ ওয়াশ ন্যাশনাল কনসালটেন্ট

কুলাউড়া সাবরেজিস্ট্রি অফিস : ৬ মাস থেকে চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়

  • শনিবার, ১০ জুন, ২০২৩
ফাইল ছবি

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম গত ৬ মাস থেকে চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। এতে জমি ক্রেতা বিক্রেতারা চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সেই সাথে সপ্তাহে ২দিন দলিল রেজিস্ট্রি হওয়াতে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। সেইসাথে অফিসে বিশৃঙ্খলা লেগে থাকে প্রতিনিয়ত।

জেলার সর্ববৃহৎ উপজেলা হচ্ছে কুলাউড়া। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ উপজেলার সাবরেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দলিল সম্পাদিত হয় বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। যেখানে ৫ কর্মদিবসে দলিল রেজিস্ট্রি করতে হিমশিম থেকে হয় সেখানে মাত্র ২ কর্মদিবসে দলিল রেজিস্ট্রি করা হয়। ফলে ২ কর্মদিবসে গোটা অফিসটায় বিশৃঙ্খলা লেগেই থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে অফিসের বড়কর্তা থেকে শুরু করে অধস্তন সকলেই পকেট ভারী করার ধান্দায় ব্যস্ত থাকেন। সরেজমিন কর্মদিবসে গেলে এমন চিত্রই চোখে পড়ে।

নামপ্রকাশ না করার শর্তে একাধিক দলিল লেখক হাতাশা ব্যক্ত করে জানান, অফিসে আগের সেই জৌলুস নেই। গত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ৬ মাস থেকে অফিসের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে। গত ৬ মাসে ৪ জন সাবরেজিস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেউ একমাস সর্বোচ্চ দেড় মাস দায়িত্ব পালন করেছেন। এসময়ে সবাই নিজের স্বার্থকেই বড় করে দেখেছেন। অফিসের লোকজন সেই ¯্রােতে গা ভাসিয়েছেন। ফলে সবারই ব্যক্তিগত ইনকামের মানসিকতা গড়ে উঠেছে।

জানা যায়, সপ্তাহে ২ কার্মদিবসে গত ৬ মাসে অতিরিক্ত দায়িত্ব পালন করতে আসা সাবরেজিস্টারগণ দায়িত্ব পালনে ছিলেন অনেকটা উদাসিন। দলিল সম্পাদনার চেয়ে তারা পরামর্শেই বেশি সময় ক্ষেপন করেন। অনুসন্ধানে জানা গেলো এই পরামর্শেও নামেই চলে দলির সম্পাদনের অবৈধ চুক্তির লেনদেন। কেন না অফিসে সিসি ক্যামেরার কারণে আগের মতো টেবিলে লেনদেন করা যায় না। তাই খাস কামরায় পরামর্শের নামে কাজটি সেরে নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুলাউড়া উপজেলা জেলার বৃহৎ উপজেলা। এই উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে সপ্তাহে ৫ কর্মদিবসে দলিল রেজিস্ট্রি কাজ সম্পাদন করতেই হিমশিম খেতে হয়। প্রতিদিন কম করে হলেও ৫০টির অধিক দলিল সম্পাদন করলে আড়াই থেকে ৩শ দলিল রেজিস্টারি করা যায়। অথচ সেখানে ২ কর্মদিবসে মাত্র শখানেক দলিল সম্পাদিত হয়। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হয়।

কুলাউড়া উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত সাবরেজিস্টার রহমত উল্ল্যাহ, যিনি মুলত কমলগঞ্জ উপজেলা সাবরেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন কুলাউড়া। সপ্তাহে ২ কর্মদিবস অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি না থাকলে দায়িত্ব পালন করে থাকেন।

ভারপ্রাপ্ত সাবরেজিস্টার রহমত উল্ল্যাহ জানান, এখানে এসে প্রতি সপ্তাহে অতিরিক্ত দায়িত্ব পালন করা শুধু কষ্টসাধ্য নয় ঝামেলারও। এখানে একজন অফিসার দায়িত্বে দিলে খুব উপকার হবে। ঝামেলা এড়াতে তিনি অনেক বেশি সময় দিয়েও দায়িত্ব পালন করেন। এতবড় একটা উপজেলায় স্বচ্ছভাবে কাজ করলেও ৫ দিনের স্থলে ২দিনে মানুষকে সন্তোষ্ট করা সম্ভব নয়, তাই পরিবেশটা বিশৃঙ্খল মনে হয়। আপনারা যোগাযোগ করে একজন কর্মকর্তা আনেন।

এব্যাপারে জেলা রেজিস্টার সোহেল রানা মিলন জানান, সারাদেশে কর্মকর্তা সঙ্কট। মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা দু’টি বৃহৎ উপজেলায় সাবরেজিস্টার নেই। পার্শ্ববর্তী উজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বিষয়টি আমরা মন্ত্রী মহোদয়কে জানিয়েছি। তাড়াতাড়ি এসব কর্মস্থলে একজন কর্মকর্তা দিলে এলাকার মানুষেরও সুবিধা, আমাদেরও সুবিধা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews