মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: উদ্দীপন বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ও উত্তরবঙ্গ জাদুঘরের যৌথ আয়োজনে ছিটমহল বিনিময় ঐতিহাসিক মানবিক অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
১ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম শেখ রাসেল অডিটোরিয়ামে উত্তরবঙ্গ জাদুঘর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত আইনজীবি এস,এম আব্রাহাম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী। অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ।
অনুষ্ঠানে আলোচক ছিলেন-সাবেক সচিব ও বিএসসিএসএস এর সহ-সভাপতি ড. মিহির কান্তি মজুমদার, উদ্দীপনের নির্বাহী পরিচালক শ্রী বিদ্যুৎ কুমার বসু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-বিএসসিএসএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শ্রী অনুপম রায়।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply