এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে ফের বিক্ষোভ করছেন নারী শ্রমিকরা। ১৮ কেজি পাতি উত্তোলনের বদলে বর্তমানে কর্তৃপক্ষ ২০ কেজিতে নিরিখ করার প্রতিবাদে এই বিক্ষোভ করছেন।
একই দাবিতে গত শনিবার সকাল থেকে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে হাজারো নারী শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছিলেন। সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে আবার চাতলাপুর চা বাগানের নারী চা শ্রমিকরা চা বাগান কারখানার ভেতরে ব্যবস্থাপক ও অফিস কর্মচারীদের অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে।
চা শ্রমিকরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানের টিলা-টক্করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতি উত্তোলন করতে হয় নারী শ্রমিকদের। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কেউ নিরিখ পুরো করে আবার কেউ নিরিখ পুরো করতে পারেন না। নিরিখের চেয়ে ১ কেজি কম হলে ১০ টাকা কেটে রাখা হয়। আর এক কেজি বেশি তুললে দ্বিগুণ দেয়ার কথা থাকলেও দেয়া হয় মাত্র ৪ টাকা। এরই মধ্যে চা বাগান ম্যানেজমেন্ট ১৮ কেজির স্থলে ২ কেজি বাড়িয়ে ২০ কেজিতে নিরিখ করে নারী শ্রমিকদের উপর চাপ বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে গত শনিবার সকাল থেকে চাতলাপুর চা বাগানে কর্মবিরতি পালন করেন ও অফিসের সম্মুখে বিক্ষোভ করেন নারী চা শ্রমিকরা। সোমবার আবারও চা বাগানের ব্যবস্থাপক ও কর্মচারীদের অবরুদ্ধ করে ফটকে তালা দিয়ে কর্মবিরতি পালন করছে।
আন্দোলনরত নারী শ্রমিক কুন্তি রবিদাস, বিনতি বাউরী, কমলা মৃধা, রিপা ইন্দোয়ার, বাসন্তী বাউরী, সাবিত্রি বৈদ্য চা বাগান ব্যবস্থাপক ও কর্মচারীদের অবরুদ্ধ করে কর্মবিরতি পালনের কথা স্বীকার করে বলেন, তাদের ন্যায্য দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
চাতলাপুর চা বাগান ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, এ বাগানে এ ধরণের অবস্থা সম্পর্কে কুলাউড়া উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও শ্রম দপ্তর শ্রীমঙ্গলে রোববার লিখিতভাবে অবহিত করা হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার আন্দোলন সম্পর্কে শ্রমিক ও চা বাগান কর্তৃপক্ষ কারো কাছ থেকে কোন তথ্য পাননি বলে জানান। তবে বিষয়টি দেখছেন বলেও জানান।#
Leave a Reply