নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৃথক পৃথক ভাবে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে শেখ রাসেলের প্রতিকৃতিতেপুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা
হ্যাপি।
দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার,শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। র্যালী শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে
প্রধানমন্ত্রী ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে ফলোক উন্মোচন করা হয়।
পরে আলোচনা সভায় ইউএনও সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী ইমরান খান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবস উদযাপন করেন। উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শাহীদ শিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম সাধারন সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েলসহ আ’লীগ পরিবারের সদস্যগন বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ভাবে দিবস পালন করেন।#
Leave a Reply