আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খনন: ৩ ভেকু মালিককে জরিমানা আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খনন: ৩ ভেকু মালিককে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খনন: ৩ ভেকু মালিককে জরিমানা

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
প্রতীকি ছবি
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের সময় তিনজন ভেকু মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার বাঁকা মাঠে, শুটকিগাছা মাঠে এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫), পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলীকে (৫৪) পৃথক তিনটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews