কুলাউড়ায় ওরুসের নামে অশ্লিলতা বন্ধের দাবী কুলাউড়ায় ওরুসের নামে অশ্লিলতা বন্ধের দাবী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
৩ মাস থেকে ১২ চা বাগানের শ্রমিকদের রেশন-বেতন বন্ধ কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে

কুলাউড়ায় ওরুসের নামে অশ্লিলতা বন্ধের দাবী

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর বাজার সংলগ্ন মাঠে ওরসের নামে অশ্লিলতা ও যাত্রাপালা বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন স্থানীয় পঞ্চায়েত কমিটির লোকজন। একই আবেদন কুলাউড়া থানার ওসি ও স্থানীয় চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে।

এদিকে ওরসকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ওরুসকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

জানা যায়, বিগত কয়েক বছর যাবত পুশাইনগর বাজারের পাশে অবস্থিত হযরত মাতাই শাহ (র:) মাজারকে কেন্দ্র ওরস শুরু করেন স্থানীয় কয়েকজন। বিষয়টি নিয়ে সচেতন মহল শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসলেও আয়োজকরা কোন কর্ণপাৎ করেনি। বর্তমানে এখানে ওরসের নামে প্রকাশ্যে অশ্লিলতা ও যাত্রাপালার মতো উত্তাল নৃত্য শুরু করেছে তারা। মাদক সেবন, জোয়ার আসরসহ মাঝরাতে অসামাজিক কার্যকলাপ শুরু হয়। এছাড়াও বিগত দিনে ওরুসের সময় একাধিক মারামারি ও রক্তপাতের ঘটনাও ঘটেছে।

স্থানীয় লোকজন জানান, ওরসের সময় আগত লোকজন রাতের বেলায় মাদক সেবন করে যত্রতত্র মল-মূত্র ত্যাগ করে এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে মাজার ও কবরস্থানের পবিত্রতা বিনষ্ট করে। এমন অসামাজিক আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্যের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আঘাত হানে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে গত ৩-৪ বছর থেকে এটি বন্ধ রয়েছে। একটি মহল এবারও ওরুস করার জন্য উদ্যোগ নিয়েছে। এইবার ওরস করা হলে তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, যা বড় ধরণের সংঘাতে রূপ নিতে পারে। এ নিয়ে এলাকার লোকজন চরম আতঙ্কের মধ্যে আছেন।

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব মাহাবুব জানান, স্থানীয় কয়েকটি পঞ্চায়েত ছাড়াও ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন আমার কাছে ওরস বন্ধের দাবী নিয়ে আসছেন। ওরসকে কেন্দ্র করে এলাকায় এখন দুটি পক্ষ যে মুখোমুখি, তা স্পষ্ট বুঝা যাচ্ছে। আশা করছি ইউএনও মহোদয় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews