এইবেলা ডেক্স, কুলাউড়া ::
কুলাউড়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে এবং স্বাস্থ্যবিধি না মানায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যাচাই করা হয়। এসময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে বাজারের ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধির শর্ত ভঙ্গ করে মাস্ক পরিধান না করায় দুই জনকে আরও ৭ শত টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে, এবং এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply