এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের গরুর হাট থেকে বাহরাইন প্রবাসীর কুরবানী পশু ক্রয়ের প্রায় ৩ লক্ষ টাকা ও তার ভাইয়ের কাছে থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করে সংঘবদ্ধ একটি চক্র।
ঘটানাটি ঘটেছে ৪ জুন (বুধবার) আনুমানিক বিকেল ৩ ঘটিকার সময়। এ ঘটনায় প্রবাসীর ভাই বাদী হয়ে ছিনতাই কারীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় এবং অভিযোগ সূত্রে জানা যায়, ভাটেরা ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা বাহরাইন প্রবাসী সাজু মিয়া সম্প্রতি দেশে আসেন পরিবারের সদস্যদের নিয়ে কোরবানির ঈদ করতে। বুধবার প্রবাসী সাজু মিয়া কুরবানীর পশু ক্রয়ের উদ্দেশ্য ভাটেরা পূবালী ব্যাংক থেকে প্রায় ২ লক্ষ টাকা উত্তোলন করেন এবং তার সাথে থাকা নগদ আরো ১ লক্ষ টাকা নিয়ে ভাটেরা পুরাতন বাজার পশুর হাটে যান। এসময় আগে থেকেই সাজু ও তার ভাই সানু মিয়ার কাছে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিল। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তাদের গতিপথ লক্ষ্য করে একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত শাহ হাজী আসাদ মিয়ার ছেলে ছিনতাইকারী শাহ আব্দুর রহমান গং ।
সাজু মিয়া ও সানু মিয়া নগদ টাকাসহ পশু ক্রয়ের উদ্দেশ্যে হাটে প্রবেশ করলে শাহ আব্দুর রহমানের নেতৃত্বে সালাউদ্দিন, শাহ নাইম, শাহ বদর, শাহ ইমন, শাহ লিমন, শাহ খয়রুল, শাহ কামাল, আলম সবাই এক্ষত্রিত হয়ে পরিকল্পিত ভাবে প্রবাসী সাজু মিয়া ও সানুর উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর যখম করে তার কাছে থাকা নগদ ৩ লক্ষ টাকা ও তার ভাই সানু মিয়ার কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সাজুর ভাই সানু মিয়া (৫০) বাদী হয়ে ছিনতাইকারী আব্দুর রহমানসহ তার সহযোগী ৯ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সানু মিয়া জানান, ওইদিন ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলেলেও তাদের সাথে নগদ আরো ২ লক্ষ ৭০ হাজার টাকা কুরবানীর গরু ক্রয়ের জন্য সাথে ছিলো। কিন্তু ছিনতাই কারীরা পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে তার ভাই সাজু মিয়াকে জখম করে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে শুনেছি গরুর হাটে গরু দেখাদেখি নিয়ে প্রবাসীর সাথে সালাউদ্দিন গং দের কথা কাটাকাটি হয় এবং হামলার ঘটনা ঘটে। এর পর প্রবাসীর টাকা খুইয়েছেন মর্মে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply