এইবেলা ডেক্স, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের শূন্য মেম্বার পদের উপনির্বাচনে আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী (ফুটবল) বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) মেম্বার পদের উপনির্বাচনে তিনি বিজয়ী হন।
কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জানান, নির্বাচনী তফশীল অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে তিন জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মেহেদী হাসনাত চৌধুরী নির্বাচিত হয়েছেন।
প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পজিব কর্মকর্তা মো. আফলাতুন চৌধুরী।
নির্বাচনে তিন প্রাপ্ত ভোটের সংখ্যা, হাসনাত চৌধুরী ৪৭১, মো. লুৎফুর রহমান ২৮২ ও সিরাজুল ইসলাম তারেক ১৪৩। প্রতিদ্বন্দ্বী অপর দু’প্রার্থীর মধ্যে মো. লুৎফুর রহমান (মোরগ) ২৮২ ও সিরাজুল ইসলাম তারেক (তালা) ১৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মো. চেরাগ আলী গত ৬ জুলাই মৃত্যুবরণ করায় ওই ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply