কুলাউড়ার রবিরবাজারের সমস্যা নিরসনে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কুলাউড়ার রবিরবাজারের সমস্যা নিরসনে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার নবারুন আদর্শ বিদ্যাপীটের সভাপতির প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান কমলগঞ্জে অনুষ্ঠিত হলো খাসিয়াদের বর্ষবিদায় উৎসব “সেং কুটস্নেম” বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ কুড়িগ্রামে শ্রমিক লীগ নেতাকে শ্রমিক দলে রাখার পায়তারা বড়লেখায় পৌর যুবদল নেতার মামলায় ২ যুবলীগ নেতা গ্রেফতার বড়লেখায় শিক্ষক ও সাংবাদিক মইনুল ইসলামের ইন্তেকাল : শোক প্রকাশ নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট একজন মেহেদী হাসান রিফাতের গল্প : স্বপ্ন থেকে সাফল্যের পথে আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুলাউড়ার রবিরবাজারের সমস্যা নিরসনে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার অন্যতম বৃহত্তম রবিরবাজারে যানজট নিরসন, অবৈধভাবে গড়ে উঠা সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড অপসারণ ও ড্রেইন নির্মাণের দাবিতে ২৭ অক্টোবর মঙ্গলবার ইউএনও’র কাছে ৪ শতাধিক এলাকাবাসী স্বাক্ষরিত স্মারকলিপি দিয়েছে এলাকার যুবসমাজ।

এলাকাবাসী স্মারকলিপিতে উল্লেখ করেন, রবিরবাজারটি উপজেলার ৬ ইউনিয়নের প্রধান ব্যবসা কেন্দ্র হওয়ায় প্রতিদিন এই বাজারে বিভিন্ন জনসাধারণ ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য দৈনন্দিন কাজে হাজার হাজার মানুষ রবিরবাজারে আসেন। দীর্ঘদিন থেকে রবিরবাজারে অপরিকল্পিতভাবে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন দোকান কোঠা গড়ে উঠছে। সিলেট বিভাগের মধ্যে ফার্নিচার শিল্পসহ খাসিয়া পানের আড়ৎ এবং ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন বহু মানুষের সমাগম ঘটে।

শুধু তাই নয়, বাজারের রাস্তা প্রসস্থ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং বাজারের ভেতরে প্রধান সড়কে অবৈধভাবে ৫টি সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এবং এসব স্ট্যান্ডে ৫ শতাধিক গাড়ী সড়কের উপর অবস্থান করে। যার ফলে যানজট লেগেই থাকে। সম্প্রতি পূর্ব রবিরবাজারে ইউনিয়ন পরিষদের সামনে অবৈধভাবে পাকিং করে সিএনজি অটোরিক্সা রাখার কারণে ইটবোঝাই একটি ট্রাক যানজটে আটকা পড়ে। এসময় কাওছার হোসেন তানভীর নামক এক শিশু ইটবোঝাই ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এদিকে স্থানীয় লোকজন ২৩ অক্টোবর থেকে প্রতিদিন রাতে যানজট নিরসন, অবৈধ সিএনজি অটোরিক্সাস্ট্যান্ড অপসারণ ও ড্রেনেজ নির্মাণের দাবিতে রবিরবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার এসব দাবি বাস্তবায়নের জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আলী হোসেন কয়েছ, হাসান আল মাহমুদ রাজু, মঞ্জুর আহমদ, ইমাদ উদ্দিন, আব্দুস শহিদ, আবুল কালাম আজাদ, মেহেদি হাসান সিপন, রেজা হোসেন, ময়েজ হোসেন প্রমুখ।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, এলাকাবাসীর স্মারকলিপি পেয়েছি। বিষয়টি প্রতিকারের জন্য পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যানকে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে জানিয়েছি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews