এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে স্বামীর উপর অভিমান করে ১০ নভেম্বর মঙ্গলবার রাতে ৪ মাসের অন্ত:সত্ত্বা কাজলি রানী দাস (২০) নামক এক গৃহবধু আত্মহত্যা করেন। নিহত কাজলি ইউনিয়নের পশ্চিম সিঙগুর গ্রামের অমিত কুমার দাসের স্ত্রী। তিনি ৪ মাসের গর্ভবতী ছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পশ্চিম সিংগুর গ্রামের অসিত কুমার দাসের পুত্র অমিত কুমার দাসের সাথে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের অতিরঞ্জন দাসের মেয়ে কাজলি রানীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৮ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে অমিত কাজলি পরিবার থেকে আলাদাভাবে সংসার শুরু করেন।
১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অমিত ও কাজলির মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অমিত স্থানীয় শ্রীপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। অমিত চলে যাওয়ার পর অভিমান করে কাজলি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন।
বিষয়টি টের পেয়ে অমিতের বাড়ির লোকজন কাজলির গলার ফাঁস খুলে রাত ৮টায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার গৃহবধু কাজলিকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানা অফিসার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার ১১ নভেম্বর সকালে লাশ উদ্ধার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#
Leave a Reply