নিজস্ব প্রতিবেদক ::
কুলাউড়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলের গ্রাহকদের সুবিধার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজারে এ আউটলেট শাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার এভিপি ও শাখা প্রধান মুহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার মো. আরিফুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক, বাবনিয়া-হাসিমপুর মাদ্রাসার সুপার মাওলানা মুফতি আহসান উদ্দিন, কর্মধা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য হাজী মুহিব আহমেদ, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতাজ আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার প্রধান এভিপি মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ভিশন বাস্তবায়নের লক্ষে ব্যাংকিং সেবাকে মানুষের দ্বোরগোড়ায় নিয়ে যাবার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তথ্যপ্রযুক্তি নির্ভর সহজ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামাঞ্চলের লোকজন সহজভাবে ব্যাংকিং সেবা পাবেন। ইসলামী ব্যাংকের একটি শাখায় যেসব সেবা পাওয়া যায়, তার সবটিই এজেন্ট ব্যাংকিংয়ে পাওয়া যাবে। এলাকার সবাইকে এই এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল জীবন গড়ার আহ্বান জানান তিনি।
এসময় এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধিগনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধান ও বিশেষ অতিথিগন ফিতা কেটে আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন এবং আউটলেট শাখার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাবনিয়া-হাসিমপুর মাদ্রাসার সুপার মাওলানা মুফতি আহসান উদ্দিন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply