এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া থানা পুলিশের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে থানা পুলিশকে নতুন ‘মোবাইল সেবা যান’ দেয়া হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সকালে কুলাউড়া থানা প্রাঙ্গণে আয়োজিত ‘মোবাইল সেবা যান’ অনুষ্ঠানে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়ের কাছে নতুন গাড়ির চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply