এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ০৪ জুলাই শনিবার এক যুবক (৩৮) মারা গেছেন। ওই দিন রাতেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের মাধ্যমে ‘কোভিড-১৯ লাশ দাফন টিম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এতে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন ও স্বজনদের সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শ্বাসকষ্ট ও কাশি দেখা দেয়। এ অবস্থায় স্বজনেরা তাঁকে সিলেটের ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ৩০ জুন তাঁর নমুনাও সংগ্রহ করা হয়। তবে ফল এখনো মেলেনি।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। ওই দিন রাত দেড়টায় সামািজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় মৃত যুবকের পরিবারের তিন সদস্যসহ ‘কোভিড-১৯ লাশ দাফন টিমের’ আরও তিন সদস্য উপস্থিত ছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকারীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছয়টি সুরক্ষা পোশাক (পিপিই) দেয়া হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply