এইবেলা, কুলাউড়া ::
এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি তীরের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ ২৪ জুলাই শনিবার রাত সাড়ে ১২টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা বাদ যোহর মৌলভীবাজার কোর্ট মসজিদ প্রাঙ্গনে এবং বাদ আছর কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন ন্যাপের সাথে সম্পৃক্ত ছিলেন। ভুকশিমইল ইউনিয়নে একবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাকালুকি হাওর উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন। হাওর উন্নয়নের জন্য তিনি হাওর বাঁচাও কৃষক বাঁচাও নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।#
Leave a Reply