কমলগঞ্জে হীড বাংলাদেশের অক্সিজেন প্রদান কমলগঞ্জে হীড বাংলাদেশের অক্সিজেন প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথমবারের মতো এশিয়ান কাপে অনুর্ধ্ব ২০ নারী ফুটবল দল এনসিপিসহ ১৬ দল ইসির বাছাইয়ে উত্তীর্ণ জবিতে নারীদের ‘পর্দা’ কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন বঞ্চিতদের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় ফ্যাসিস্টদের সুবিধাভোগী পুরানোদের নিয়ে ফের বিএনপির নতুন কমিটি কুলাউড়ায় চোরাই প্রাইভেট কারসহ আটক-১ কুলাউড়ায় ছাত্রদলের মিছিলে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ায় আটক কিশোর বড়লেখায় ভোটকেন্দ্র দখল ও হামলা : সাবেক বনমন্ত্রীসহ ১৮ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ- আহবায়ক রিগান ও সদস্য সচিব লিটন গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন কমলগঞ্জে বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জে হীড বাংলাদেশের অক্সিজেন প্রদান

  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা দূর্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ কর্তৃক ১টি অক্সিজেন কনসেন্ট্রেটর, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

রোববার ৮ আগস্ট বিকেলে হীড বাংলাদেশের পক্ষে পরিচাল (অপারেশন) ডা. সুবীর খিয়াং বাবু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুর আলম ভূঁইয়ার নিকট আনুষ্ঠানিকভাবে অক্সিজেন কনসেন্ট্রেটর, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর অপারেশন ম্যানেজার উজ্জ্বল বৈদ্য, শারমিন সুলতানা লাবন্য, প্রকল্প পরিচালক মনুরু যাকব, এলাকা ব্যবস্থাপক তপন সাহা, লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী ও ডেপুটি ম্যানেজার প্যাপিলন বিশ্বাস প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান এর নিকট ৩০ টি হ্যান্ড স্যানিটাইজার ও ৩০টি মাক্স প্রদান করা হয়।

এসময় অধ্যাপক রফিকুর রহমান বলেন, হীড বাংলাদেশ সেবামূলক একটি এনজিও সংস্থা। ইতিমধ্যে হীড বাংলাদেশ করোনাকালীন সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে যা প্রশংসার দাবীদার।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম বলেন, হীড বাংলাদেশ একটি সুনামধন্য এনজিও সংস্থা। সাধারন মানুষের পাশে থেকে কাজ করছে। বিশেষ করে যক্ষ্মা, কুষ্ঠ ও করোনা রোগীদের জন্য কাজ করছে। আমাদের হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর ছিল না। হীড বাংলাদেশ এটি দিয়ে সেবার কাজটা আরো তরান্বিত করেছে। এজন্য হীড বাংলাদেশকে হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হীড বাংলাদেশ এর ডাইরেক্টর (অপারেশন) ডা. সুবীর খিয়াং বাবু বলেন, হীড বাংলাদেশ সব সময় সেবার কাজে অগ্রগামী। হীড বাংলাদেশ জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক অক্সিজেন কনসেন্ট্রেটর দেশের বিভিন্ন জায়গায় প্রদান করছেন। তারই অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি প্রদান করা হয়। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews