কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদের পানি কমতে থাকলেও অস্বাভাবিকহারে বেড়েছে ধরলা নদীর পানি। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ ও ব্রহ্মপূত্র নদের পানি ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে বানভাসীরা। বন্যায় গো-চারণভূমি তলিয়ে যাওয়ায় গরু, ছাগল ও ভেড়া নিয়ে চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। বন্যা কবলিতদের খাদ্য, বিশুদ্ধ পানি ও বাথরুমের সমস্যা দেখা দিয়েছে।
শনিবার জেলা প্রশাসন থেকে ১৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে পানিবন্দিদের মাঝে। চলতি বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে।
কৃষি জমি তলিয়ে গেছে প্রায় ২৮ হাজার হেক্টর। এছাড়াও অর্ধশত পুকুরের মাছ ভেসে গেছে। বন্যায় বানভাসীদের পাশে নেই বেসরকারি সংগঠনগুলো।#
Leave a Reply